Pages

মঙ্গলবার, ২৭ নভেম্বর, ২০১২

আর নয় এদিক-সেদিক খুজাঁ-খুজিঁ এবার নিজেই তৈরী করুন যে কোন সফ্টওয়ারের পোর্টেবল ভার্সন। আপনিও হোন যে কোন সফ্টওয়ারের ভার্চুয়াল মেকার।



















আশা করি সবাই ভাল আছেন। অনেক দিন বিরতির পর এই পোস্টটি লিখতে বসলাম। সবাইকে খুব মিস করছিলাম, তাই আর তর সইল না। প্রথমত: কি নিয়ে পোস্ট করব তা ভেবে পাইনি। অনেক চিন্তা-ভাবনা করে আজকের বিষয়টি ঠিক করলাম। আমার জানা মতে এই বিষয়ে আগে কোন পোস্ট হয়নি আর যদি আমার দৃষ্টির অগোচরে হয়েও থাকে তবে তার জন্য অগ্রিম ক্ষমা চেয়ে নিচ্ছি। বেশী কথা না বলে এবার মূল কথায় আসি।আজ আমি আপনাদেরকে একটি ছোট কিন্তু অনেক বড় কাজের হাতিয়ার-এর সাথে পরিচয় করিয়ে দিব। এটি হচ্ছে ''CAMEYO''-যার দ্বারা আপনি যে কোন সফ্টওয়ারের পোর্টেবল ভার্সন তৈরী করতে পারবেন খুব সহজে। আর এটি নিজেও একটি পোর্টেবল তাই ইন্সটলের কোন ঝামেলা নেই। তাই পোস্টের শেষে আমার দেয়া লিংক হতে ডাউনলোড করে নিন।

আমি এই ধরনের যত গুলো সফ্টওয়ার ব্যবহার করেছি তার মধ্যে অবশ্যই এটি অন্যতম। এর ইন্টারফেস বেশ আকর্ষনিয় ও ব্যবহার খুবই সহজ। যে কোন নতুন ব্যবহারকরী এটা এক বার দেখেই ব্যবহার করতে পারবে। আমরা অনেকেই আছি যারা পোর্টেবল সফ্টওয়ার ব্যবহার করতে ভালবাসি, কারন এটা পিসির জায়গা অযথা দখল করেনা এমনকি সিস্টেম স্লো করেনা। কিন্তু সমস্যা হচ্ছে যে কোন সফ্টওয়ারের পোর্টেবল ভার্সন অনেক খুজাঁ-খুজিঁ করেও পাওয়া যায়না কিংবা থাকেনা। তাই আপনার আমার এই সমস্যার কথা চিন্তা করে ''CAMEYO'' করে দিল  এর সহজ সমাধান। 






ব্যবহার বিধি : 
প্রথমে আমার দেয়া লিংক হতে ''CAMEYO'' ডাউনলোড করে এটি ওপেন করুন(যেহেতো পোর্টেবল তাই ইন্সটলের প্রয়োজন নেই)। এবার নিচের মত চিত্র আসবে-

                                                                             

                                                                               ”অথবা”






এবার লাল চিন্হিত Studio তে ক্লিক করে Capture app Locally তে ক্লিক করুন। নিচের মত একটি উইন্ডো ওপেন হবে-





এখানে অল্প কিছুক্ষন সময় নিবে কারন এটি আপনার সিস্টেমের যাবতীয় ইন্সটল কৃত সকল সফ্টওয়ারের একটি স্নেপশট নিবে। (এখানে উল্লেখ্য আপনি যে সফ্টওয়ারটির পোর্টেবল করতে চান তা আগে থেকে ইন্সটল করা থাকলে হবে না। উক্ত স্নেপশট নেয়ার পর তা ইন্সটল করবেন)। স্নেপশট শেষ হলে নিচের মত আর একটি উইন্ডো ওপেন হবে-





এখন আপনি আপনার সফ্টওয়ারটি (যেটি পোর্টেবল করবেন) ইন্সটল করুন। রিস্টাট চাইলে করুন কোন চিন্তা নেই, ''CAMEYO'' অটোমেটিক চালু হবে। আার যদি রিস্টাট না চায় তবে প্রয়োজন নেই। অধিকাংশ সফ্টওয়ার রিস্টাট চায় না। আপনার সফ্টওয়ারটি ইন্সটল হলে "Install done"-এ ক্লিক করুন। এবার নিচের মত একটি চিত্র আসবে-






এবার আপনার সফ্টওয়ারটি ইন্সটল করার পরে আপনার সিস্টেমর একটি স্নেপশট নিবে। অল্প কিছুক্ষনের মধ্যে স্নেপশট শেষ হয়ে নিচের মত একটি "Successful" বার্তা আসব-





আপনার কাজ শেষ- এখানে OK বাটন প্রেস করুন। বেস তৈরী হয়ে গেল আপনার সফ্টওয়ারের পোর্টেবল ভার্সন। এবার পূর্বে আপনার ইন্সটলকৃত সফ্টওয়ারটি আনইন্সটল করে দিতে পারেন। আপনার তৈরীকৃত পোর্টেবল সফ্টওয়ারটি পাবেন C:/Documents/Cameyo apps এর ভিতরে। এবার ইচ্ছে করলে ওখান থেকে কপি করে আপনার ডেস্কটপে রেখে দিতে পারবেন।


 ''CAMEYO'' ডাউনলোড করতে নিচের বাটনে ক্লিক করুন



মঙ্গলবার, ২০ নভেম্বর, ২০১২

আপনার কি কিছু হারিয়ে গেছে!!!তাহলে খুজেঁ আনুন Recuva দিয়ে।(সম্পুর্ণ Portable)

আশা করি সবাই ভাল আছেন। আমিও আপনাদের দোয়ায় ও আল্লাহ্‌র রহমতে ভাল আছি। আজ আমি আপনাদেরকে একটি রিকভারী সফ্টওয়ারের সাথে পরিচয় করিয়ে দিব। যার নাম হয়ত অনেকে শুনেছেন এমনকি অনেকে এটা ব্যবহারও করছেন। তবে যারা এখনও জানেন না, তাদের জানাতেই আমার এই আয়োজন। আমার দেখা রিকভারী সফ্টওয়ার এর মধ্যে Recuva অত্যন্ত কার্যকরী। আর তার সাথে যদি হয় Portable তাহলে কথাই নেই।
এর ব্যবহার অত্যন্ত সহজ, নিচের স্কিনশট গুলো দেখলে বুঝতে পারবেন।তাহলে আর দেরী না করে এক্ষুনি নিচের(পোষ্টের শেষে) ডাওনলোড লিঙ্ক হতে ডাওনলোড করে ব্যবহার শুরু করে দিন। ডাওনলোড করা exe ফাইলটিতে Right Click করে Run as Administrator দিয়ে ওপেন করুন।
নিচের চিত্রের মত আসবে, এখানে Next চাপুন-

 নিচের চিত্রের মত আসবে, এখান থেকে আপনার পছন্দ অনুযায়ী বিষয় নির্বাচন(যা আপনি রিকভার করতে চান) করে Next চাপুন–

 নিচের চিত্রের মত আসবে-এখানে আপনার ফাইলটি কোথায় আছে তা In a specific location বক্সে দেখিয়ে দিন অথবা আপনি না জানলে I’m not sure সিলেক্ট করুন এবং Next চাপুন——

নিচের চিত্রের মত আসবে, এখানে Enable Deep Scan নির্বাচন করুন এবং Start বাটনে ক্লিক করুন———-

অল্প কিছুক্ষনের মধ্যে স্কেন হয়ে ডান পাশের চিত্রের মত একটি উইন্ডো আসবে এখানে আপনি আপনার রিকভারেবল ফাইলের তালিকা দেখতে পাবেন। অত:পর আপনার পছন্দ অনুযায়ী ফাইলে টিক চিন্হ দিয়ে Recover বাটনে ক্লিক করুন । ব্যাস আপনার ফাইল রিকভার কম্প্রিট। এবার তা Save করে উপভোগ করুন——–



এখানে ক্লিক করুন
  

নষ্ট CD/DVD নিয়ে আর নয় টেনশন-এসে গেল “Recovery Toolbox For CD”(ওজন-৬৫৫.৬৪ কেবি মাত্র)

আশা করি সবাই ভাল আছেন। বেশী কথা না বলে কাজের কথায় আসি। “Recovery Toolbox For CD”-নাম শুনেই হয়ত বুঝতে পারছেন এটা কি কাজের।এটা ছোট হলেও অত্যন্ত কাজের একটি রিকভারী সফ্টওয়ার । আর এটা ফ্রিওয়ার সফ্টওয়ার হওয়ায় লাইসেন্স এর কোন ঝামেলা নেই। এটা দিয়ে আপনি নষ্ট অথবা দাগ পড়া অথবা আপনার সিডি রমে চলেনা এমন CD,DVD,HD-DVD,Blu-Ray ইত্যাদি সহ যে কোন প্রকার ডাটা রিকভার করতে পারবেন।
           আমাদের অনেক CD/DVD থাকে যাতে অনেক গুরুত্বপূর্ন তথ্য-উপাত্থ্ব আমরা ভবিষ্যতের জন্য সংগ্রহ করে রাখি, কিন্তু যখন দেখি সেটি বেশী পুরাতন হওয়ায় বা দাগ পড়ে নষ্ট হয়ে যাওয়ায় আর চলেনা, তখন বেশ চিন্তায় পড়ে যাই। তাই আপনাদের এই দু:চিন্তা দূর করতে নিয়ে এলাম “Recovery Toolbox For CD”। যা দিয়ে আপনি অনায়াসে আপনার সকল তথ্য CD/DVD থেকে আপনার হার্ডডিস্কে সংরক্ষন করতে পারবে। তাহলে আর দেরি না করে নিচের(পোষ্টের শেষে) ডাউনলোড লিঙ্ক হতে ডাউনলোড করে নিন এক্ষুনি।নিচের স্কিনশট গুলো দেখুন তাহলে এর ব্যবহার বুঝতে পারবেন।
স্কিনশট :- ১
আপনার অচল অথবা নষ্ট CD/DVD টি ড্রাইভে প্রবেশ করিয়ে “Recovery Toolbox For CD” ওপেন করুন নিচের চিত্রের মত আসবে।

 
স্কিনশট :- ২
 
 
স্কিনশর্ট :- ৩


  স্কিনশর্ট :- ৪



ডাউনলোড করতে এখানে ক্লিক করুন


আপনি যে পেশার হোন না কেন নিজেই তৈরী করুন নিজের ভিজিটিং কার্ড/Business Card। খুব সহজে মাত্র কয়েক মিনিটে(না দেখলে চরম মিস)

সকলের প্রতি রইল আন্তরিক ভালবাসা ও শুভেচ্ছা। Business Card Designer দিয়ে খুব সহজে নিজেই তৈরী করতে পারবেন নিজের Business Card কোন রকম ঝামেলা ছাড়াই। এতে আছে অনেকগুলো ডিফল্ট টেম্পলেট ও ব্যাকগ্রাউন্ড,যা থেকে আপনার পছন্দেরটি বাচাই করতে পারবেন।প্রয়োজন মত আপনার লগো আপলোড করতে পারবেন এবং টেস্কট্‌ এডিট করে আপনার মনের মত করে সাজিয়ে নিতে পারবেন।
নিচের স্কিনশট গুলো দেখলে এর ব্যবহার জানতে পারবেন।

আপনার কম্পিউটারকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও গতিময় রাখুন "Glary Utilities Pro"-দিয়ে,ঠিক নতুনের মত।

আশা করি সবাই ভাল আছেন। আজ আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব একটি বহুমূখী কাজের সফ্টওয়ার "Glary Utilities Pro"।আমরা যারা পিসি ব্যবহার করি তাদের একটি কমন সমস্য হল একটি নতুন পিসি কিছুদিন ব্যবাহার করার পর তা পূর্বের তুলনায় অনেক স্লো হয়ে যায়। এর প্রধান কারন হচ্ছে নিয়মিত ভাবে পিসির ময়লা পরিষ্কার না করা। এখানে ময়লা বলতে বুঝাতে চাচ্ছি কম্পিউটারের অব্যবহৃত ফাইল/ফোল্ডার,রেজিষ্টি ফাইল ইত্যাদি। তাছাড়া সি-ড্রাইভ নিয়মিত পরিষ্কার না করা। এই সবগুলো কাজ ছাড়াও আরো বিভিন্ন কাজ করতে পারবেন "Glary Utilities Pro" সফ্ট্ওয়ার দ্বারা। আপনার কম্পিউটারকে সতেজ ও গতিময় রাখতে এর কোন জুরী নেই। এর 1 Click Maintenance দ্বারা এক ক্লিকেই সমস্ত কাজ করা সম্ভব। নিচের স্কিনশট গুলো দেখলে আরো সহজে বুঝতে পারবেন।